এ দাবি ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী মাইকেল মোসলের। সম্ভাব্য আয়ু এবং সুস্থতার পূর্বাভাস পাওয়ার এটি হচ্ছে একটি উপায় বলে তিনি মনে করেন। তবে চল্লিশের পর যারা চেয়ারে উঠবস করবেন হাতের সাহায্য ছাড়া তারা ৭০ বছরের আয়ুতে পৌছাতে পারবেন। দ্য মেইল অন সানডে’র টকশো ‘জয়ফুল’ এ গত বৃহস্পতিবার তিনি এ দাবি করেন। তিনি গত ২০ মে মানুষ কতোদিন বাঁচতে পারে সেটি সে নিজেই আবিস্কার করতে পারবে বলে একটি কলামও লিখেছেন বিবিসিতে।
দ্য মেইল অন সানডের টকশোতে মোসলে বলেন, ভবিষ্যৎ স্বাস্থ্য সম্পর্কে আভাস পেতে চোখ বন্ধ করে এক পায়ে দাঁড়াতে হবে। মেডিকেল রিসার্চ কাউন্সিলকে উদ্ধৃত করে মোসলে এই কৌশলটির কথা বলেছেন।
পরীক্ষায় দেখা যায় ৫০ বছর বয়সী যেসব ব্যক্তি চোখ বন্ধ করে এক পায়ে দুই সেকেন্ড দাঁড়াতে পেরেছেন তাদের মৃত্যুর সম্ভাবনা পরবর্তী ১৩ বছরে ১০ সেকেন্ড দাঁড়ানোদের থেকে তিনগুণ বেশি।
৪০’র কম যাদের বয়স কলামে তাদের কথা কিছু বলেননি মোসলে। তবে তিনি বলেন, দুর্ঘটনায় মৃত্যু এখানে ব্যাতিক্রম কিংবা চল্লিশ বছরের আগেই যদি কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন সেটাও এক্ষেত্রে ব্যাতিক্রম।