উইম্যান চেম্বার বলছে, রপ্তানীকারকরা কিছুটা ভালো থাকলেও বড় একটা অংশ ব্যবসা বন্ধ। করোনার এ ক্রান্তিকালে সরকারের সহযোগিতা না পেলে এ নারী উদ্যোক্তাদের অনেকে ঝরে যাবে বা হাল ছেড়ে চলে যাবে।
এ প্রতিক্রিয়া জানিয়ে উইমেন এন্ট্রাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (ওয়েন্ড) প্রেসিডেন্ট ড. নাদিয়া বিনতে আমিন বলেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তারা একদিকে যেমন কোটি টাকার অর্থ বিনিয়োগ করতে পারে না অন্যদিকে ব্যবসায়িক উৎপাদন ও আর্থিক ক্ষতি হলে তা কাটিয়ে উঠতে কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা পায় না।
তিনি বলেন, ব্যাংক ঝুঁকিপূর্ণ খাতে ঋণ দেয় না। আবার অনেকে বলছেন, এখন ঋণ নিয়েও লাভ নেই। ব্যবসা করতে না পারলে তারা টাকা ফেরত দেবে কিভাবে?
একটি তেজপাতার গুণেই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস! ≣ এবার ৫১ হাজার পাখি এসেছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ≣ [১] সরকার বিরোধী অপপ্রচার ছড়ানোর অভিযোগে ফেইসবুক ভিত্তিক পিভিএ টিভি’র প্রচার বন্ধের নির্দেশ
ড. নাদিয়া বিনতে আমিন বলেন, এ সংকটে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। কোনো সাড়া পাইনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি পাঠিয়েছি। আমার ধারণা তিনি সে চিঠি দেখেননি। আমার ধারণা প্রধানমন্ত্রীকে অনেকে রিচ করতে পারে না।
আমরা মনে করছি, এই অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে টিকে থাকতে সর্বোচ্চ মহল থেকে আর্থিক সাহায্যসহ সকল ধরনের সহযোগিতা নিশ্চিত হলে আমরা আগামী ছয় মাসের মধ্যে গুছিয়ে নিতে পারবো বলে বিশ্বাস করি।