লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে “বটতলী বাজার থেকে নোয়াখালী সদর” পর্যন্ত পাকা রাস্তার নির্মাণের দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী। আজ বুধবার (২৪জুন) বিকাল ৩টায় চরবসু বাজারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার লোকজন, শিক্ষক ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, কাচা এই রাস্তাটিতে চরম ভোগান্তি পোহাতে হয় ১২ মাস। বর্ষায় হাটু সমান কাদা ও শীত মৌসুমে ধূলার কারনে ভোগান্তির মধ্যেই থাকতে হয় তাদের। তাই অতি দ্রুত রাস্তাটিকে পাকা করার দাবী জানান সরকারের কাছে।
বক্তৃতায় অনেকে অভিযোগ করেন, এই রাস্তাটি নিয়ে বার বার স্থানীয় রাজনৈতিক নেতাদের দারস্থ হয়েছেন তারা। তবে সবাই আশ্বাস দিয়েছে, যার বাস্তবায়ন ৪০ বছরেও হয়নি। দ্রুত এই রাস্তাটি পাকা করে নির্মাণের দাবী জানান তারা।
স্থানীয় সূত্রে জানা যায়,৮নং চরকাদিরা ইউনিয়নের বটতলি থেকে নোয়াখালী বর্ডার পর্যন্ত সড়ক পাকা করার দাবিতে চরবসু সমাজকল্যাণ পাঠাগারটি এই মানববন্ধনটির আয়োজন করেন”” এ রাস্তাটি প্রায় ৪০ বছর যাবৎ কাঁচা। প্রায় ১২-১৫ হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন। এই এলাকায় ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাধ্যমিক বিদ্যালয়” ১টিকিন্ডারগার্ডেন এবং ২টি মাদ্রাসা সহ অসংখ্য মসজিদ রয়েছে।
স্থানীয় বাসিন্দা রেদোয়ান হোসেন ফয়সাল জানান, সামান্য বৃষ্টিতে রাস্তাটা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আবার গ্রীষ্ম কালে ধূলায় খারাপ অবস্থা হয়ে যায়। ভোগান্তির আরেক নাম এই রাস্তাটি।
তাই এলাকাবাসী প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন যাতে দ্রুত রাস্তাটি নির্মাণ করা হয়।