লক্ষ্মীপুর কমলনগরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন । বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কমলনগর উপজেলা শাখার উদ্যোগে ১৫জুলাই২০২০ইং তারিখ বুধবার রাতে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কমলনগর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক নবচেতনা প্রতিনিধি এ আই তারেক এর সভাপতিত্বে অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কমলনগর উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা ও কমলনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, হাজির হাট বণিক সমিতির সভাপতি হাজী সৈয়দ আইয়ুব আলী,সহ-সভাপতি অহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, বি এম এস এফ কমলনগর শাখা যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কমলনগর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ ফয়েজ মাহমুদ, সদস্য মোঃ আলীসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভার পূর্বে কেক কেটে বি,এম,এস এফ’র প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ধোধন করা হয়। আলোচনা সভায় সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিকদের নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাস্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবী আদায়ে শহিদুল ইসলাম পাইলট ও আবু জাফর এর নেতৃত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাজ করে আসছে বলে জানান বক্তারা।