লক্ষ্মীপুরের কমলনগরে রিকশা থেকে নেমে দৌঁড় দেয়ার সময় যাত্রীবাহী লেগুনার চাপায় চাঁদনী আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সন্ধায় কমলনগর উপজেলার চরলরেঞ্চ এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁদনী উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকার সাখায়েত উল্যার মেয়ে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে শিশু চাঁদনী মায়ের সঙ্গে রিকশা থেকে নেমে দৌঁড় দেয়। এসময় রামগতিগামী দ্রুত গতির যাত্রীবাহী লেগুনাটি চাঁদনীকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা চাঁদনীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, চালকসহ লেগুনাটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।