উত্তাল মেঘনা নদীর কবল থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলাকে রক্ষায় স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। পাটোয়ারীর হাট রক্ষা মঞ্চ এর ব্যানারে সোমবার (১৩ জুলাই) সকালে কমলনগর উপজেলা পাটোয়ারীরহাট বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করেন স্থানীয় নদী ভাঙ্গা এলাকাবাসী।
এতে পাটোয়ারীরহাট রক্ষা মঞ্চের সদস্য আ হ ম নোমান সিরাজী, রাকিব হোসেন সোহেল, রাকিব হোসেন লোটাস বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, নদীর তীব্র ভাঙনে কমলনগর ও রামগতি উপজেলার হাজারো পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। প্রায় ৭ লাখ মানুষ রয়েছে মহাসংকটে। তাই এ সংকট মোকাবেলায় অবিলম্বে এ অঞ্চলে স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।