লক্ষ্মীপুরে প্রশাসনের অবহেলায় বালু দস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। প্রভাবশালী সকলকে ম্যানেজ করে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করার খবর পাওয়া গেছে।
সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব নন্দন পুর গ্রামের মৃত হাসানুর জামানের পুত্র আনোয়ার হোসেন ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে বলে জানা যায়। এতে ঐ এলাকায় গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পরার সম্ভাবনা আছে।
গ্রামের কয়েকজন বলেন, বালু দস্যুরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বাধা দেয়ার সাহস করে না। এরা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। ড্রেজিং পদ্ধতিতে এভাবে বালু উত্তোলন করা হলে ভরা বর্ষায় তাদের বসত ভিটা ও ফসলি জমির পরিবেশ গত সমস্যা হতে পারে।
ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও ফল পাচ্ছে না। তারা এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট সবার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিষয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন কারি আনোয়ার হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, এগারো হাজার ফুট বালু উত্তোলনের কথা থাকলেও আমি এলাকার মনিরের জমি থেকে বালু উত্তোলন করেছি মাত্র ৪ হাজার ফুট।
স্হানীয় দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমার জানা নেই।
এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো মামুনুর রশীদের নিকট জানতে চাইলে তিনি বলেন, কেহ যদি অবৈধ ভাবে বালু উত্তোলন করে থাকে সঠিক তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।