রোববার পর্যন্ত সহায়তা পেয়েছেন ২০ লাখ পরিবার, আগামী ২৫ তারিখের মধ্যে সবাই পাবেন।
করোনায় ৫০ লাখ নিম্নবিত্তের জন্য এক কালীন ২৫০০ টাকা দেয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।এরজন্য বিশেষ বরাদ্দ দেয়া হয় ১ হাজার ২৫৭ কোটি টাকা।এটি করোনায় নিম্নবিত্তের জন্য সরকারের একমাত্র নগদ সহায়তা।
গত মে মাসে নিম্ন আয়ের মানুষ বিশেষ করে রিকশাচালক, ভ্যান চালক, মোটর শ্রমিক ও নির্মাণ শ্রমিকদের নগদ অর্থ দেয়ার কথা ছিল। কিন্তু সহায়তাপ্রাপ্তদের তথ্যে ভুল থাকায় নতুন করে তালিকা প্রনয়ণ করা হয়। নতুন তালিকায় আগের তালিকায় থাকা ৪ লাখ ৭৩০০০ হাজার ব্যক্তিকে বাদ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, যারা বাদ পড়েছেন তাদের কারো নাম তালিকায় দুইবার ছিল, পেনশন প্রাপ্ত লোক, ধনি মানুষের নামও ছিল। যচাইয়ের পর এদের বাদ দেয়া হয়েছে। নতুন তালিকা অনুযায়ি আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ৪০ লাখ নিম্নবিত্তকে অর্থ পাঠিয়ে দেয়া হবে। আর ২৫ তারিখে ৫০ লাখের কাছেই অর্থ যাবে। ব্যাংক একাউন্ট, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই নগদ সহায়তা দেয়া হচ্ছে।
সিপিডির হিসাবে করোনায় চাকুরি ও ব্যবসা হরিয়ে কর্মহীন হয়েছেন এমন নিম্নবিত্তের সংখ্যা ১ কোটি ৬০লাখ।