লকডাউনের মধ্যেই সপরিবারে মুম্বাই থেকে নাসিক যাওয়ার অভিযোগ উঠেছে বলিউড তারকা অক্ষয় কুমারের বিরুদ্ধে। এই ঘটনার জেরে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনা তদন্তেরও নির্দেশ দিয়েছে নাসিক কর্তৃপক্ষ।
[৩] শোনা যাচ্ছে, মহারাষ্ট্রে লকডাউন চলাকালেই হেলিকপ্টারে করে পরিবার নিয়ে উত্তর মহারাষ্ট্রের নাসিক গেছেন অক্ষয় কুমার। এ খবর প্রকাশ্যে আসার পরই বিতর্কের মুখে নাসিক জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী ছাগন ভূজবলের কাছে বেশ কিছু অভিযোগও জমা পড়েছে অক্ষয় কুমারের বিরুদ্ধে।
[৪] মন্ত্রী আশ্বাস দিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে অভিনেতার মুখপাত্র কোনও মন্তব্য করেননি। তবে সূত্রের খবর, বিশেষ অনুমতি নিয়ে এক চিকিৎসককে দেখাতে বিমানে নাসিক গিয়েছিলেন অক্ষয় কুমার। উঠেছিলেন সেখানকার একটি রিসর্টেও।
[৫] মন্ত্রী বলেছেন, অক্ষয়ের নাসিক সফরের বিষয়টি তিনি সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন। অক্ষয় কখন এসেছিলেন এবং কখন চলে গেছেন, সে বিষয়ে তার কোনও ধারণা নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবে।করোনাভাইরাসের এই সংকটের মধ্যে অভিনেতাকে কী ভাবে একটি রিসর্টে থাকতে দেওয়া হল, সে সম্পর্কে অভিযোগ পেয়েছেন মন্ত্রী। বিষয়টি খতিয়ে দেখে কোনও ত্রুটি থাকলে কর্মকর্তাদের জেরা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।