জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে রামগতি ও কমলনগর এলাকায় অবৈধ ইটভাটাসমূহে অভিযান পরিচালিত হয়। ০৫/০১/২০২৫ তারিখে রামগতি উপজেলায় অবৈধ ভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ০৩ টি ইটভাটাকে মোট ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়। এসময় ইটভাটার অবকাঠামো ও নিষিদ্ধ চিমনি ভেঙে দেয়া হয়।
এর ধারাবাহিকতায় গঠিত ০৬/০১/২০২৫ তারিখে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় ০৩ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ০৩টি ইটভাটাকে ৬,৩০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয় এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় এক্সকাভেটরের সাহায্যে অবৈধ কিলন ভেঙে ফেলা হয়।