লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট সড়কে বৃষ্টির পানি ও খানাখন্দে ভরা ক্ষুদ্র ও বড় বড় প্রায় শতাধিক গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদনিই ওই সড়কে গর্তে পড়ে ট্রাক ও কভার্ড ভ্যান উল্টে যাচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ঢাকা, চট্টগ্রাম, থেকে ভোলা, বরিশাল, এই সড়কে প্রতিদিন চোট বড় হাজার যানবাহন চলাচল করে।
সোমবার সকালেও একটি ট্রাক উল্টে ওই সড়কে সৃষ্টি হয় প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট।
প্রায় ৮ বছর ধরে সংস্কারবিহীন ওই রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এছাড়া গত কয়েক দিন ধরে থেমে থেমে ভারী বর্ষণের কারণে রাস্তার পিচ, ইট, খোয়া উঠে গিয়ে ওই সব গর্তে কাঁদা জমে ক্ষুদ্র জলাশয়ের রূপ নিয়েছে। সড়কটিতে চলাচল করে বোঝার উপায় নেই কোথায় গর্ত আছে আর কোথায় নেই। সড়ক নির্মান করবে বলে আশ্বাস দিলেও এখনো অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীর ওই সড়কটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।