সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য এবং শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুর ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, তিনি ভারতের রাজধানী দিল্লিতে পালানোর উদ্দেশে সেখানে অপেক্ষা করছিলেন। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গতকাল পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তার সরকারের আইসিটি প্রতিমন্ত্রী পলকের খোঁজ ছিল না। তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন, তা নিয়ে নানা গুঞ্জন ছিল।
এরমধ্যে গতকাল রাতে নাটোরের সিংড়ায় পলকের বাড়িতে হামলা চালানো হয়। বিকেলে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। লুটপাটও চালানো হয় তার বাড়িতে।
সাম্প্রতিক সহিংসতায় ইন্টারনেট বন্ধ করা ও এ সংক্রান্ত নানা বিষয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েন পলক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশিদ আটক হননি। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, ডিএমপির ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ আটক হয়েছেন। এ বিষয়ে জানতে তার মুঠোফোনে কল দেয়া হলে নিজেই কল ধরেন। আলোচিত এ পুলিশ কর্মকর্তা জানান, নিরাপদেই রয়েছেন। আজও অফিসে গিয়েছিলেন। তবে সেখানে কাউকে না পেয়ে ফিরে এসেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কয়েকটি গণমাধ্যমেও তার আটকের খবর প্রকাশিত হয়। যেখানে বলা হয়, বিমানবন্দর থেকে আটক হয়েছেন তিনি।
বিষয়টি উড়িয়ে দিয়ে হারুন অর রশিদ বলেন, সবাই বলছে আমি গতকাল বিমানবন্দর থেকে ফিরে এসেছি। কিন্তু গতকাল তো ফ্লাইটই বন্ধ ছিল। কীভাবে আমি বিমানবন্দর যাবো। বিষয়টি পুরোটাই গুজব।
কোটা সংস্কার আন্দোলনের মাঝেই গত ৩১ জুলাই ডিএমপির গোয়েন্দা শাখা থেকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয় হারুন অর রশিদকে। ২০২২ সালের ১৩ জুলাই ডিএমপির ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার আগে ২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।