দুই বছর বাড়িয়ে সংসদে পাস হওয়া ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২০’ অনুমোদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এ বিষয়ে রাষ্ট্রপতির তথ্যসচিব জয়নাল আবেদীন এই প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার সংসদে বিলটি পাস হওয়ার পর রাতেই তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বঙ্গভবনে পাঠানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গভর্নর ফজলে কবিরের শেষ কার্যদিবস ছিলো গত ২ জুলাই।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ৫ অস্থায়ী আসনের জন্য ৭ দেশের প্রতিযোগিতা ≣ জেরুজালেম ফিলিস্তিনের অংশই থাকবে: হামাস ≣ [১] কোভিডের কারণে ১২ লাখ প্রবাসী কর্মী সৌদি আরব ছাড়ছেন
আইন সংশোধনের পর নতুন গভর্নর নিয়োগ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসূফ হারুন জানান, এ সংক্রান্ত কোনো প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসেনি। তাই জনপ্রশাসন মন্ত্রণালয় গভর্নর নিয়োগ দিবে কীভাবে? তিনি বলেন, এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়। এই মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন গভর্নর নিয়োগ দিয়ে আদেশ জারি করা হবে।
বিদ্যমান আইনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স সীমা ছিলো ৬৫ বছর, নতুন সংশোধিত আইনে তা ৬৭ করা হয়েছে।