নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি, সরবরাহ চেইন পর্যালোচনার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স এর মতবিনিময় সভা আজ ২৩ অক্টোবর ২০২৪ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, টাস্কফোর্স এর সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও চট্টগ্রাম জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে চট্টগ্রাম মহানগরসহ জেলার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে সর্বাত্মক আন্তরিকতা ও সহযোগিতার সাথে কাজ করবেন মর্মে মতামত প্রদান করেন।