গত মার্চে প্যারিসের এক হাসপাতালে কোভিড পজিটিভ এক নারীর সন্তান জন্ম নেয়। জন্মের পর শিশুটিরও মস্তিস্কে প্রদাহের লক্ষণ পাওয়া যায়, যাতে করে চিকিৎসকরা নিশ্চিত হন, শিশুটিও কোভিড সংক্রমিত হয়েছে। নিউ ইয়র্ক
টাইমস
কোনো চিকিৎসা ছাড়াই শিশুটি এখন সুস্থ আছে, জানিয়েছেন গবেষণা দলের প্রধান ড. ড্যানিয়েল ডি লুকা। তার ধারণা, মায়ের গর্ভফুলের মাধ্যমে শিশুর ভ্রণে কোভিডের ভাইরাস সংক্রমিত হয়েছিলো।
গর্ভের সন্তান মায়ের মাধ্যমে কোভিড সংক্রমিত হয় কি না, মহামারীর শুরু থেকেই এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। একটা সময় পর্যন্ত বলাই হয়েছে, মায়ের সংক্রমণ হলেও গর্ভের সন্তানের ওপর তার প্রভাব পড়বে না। কিন্তু পর পর কয়েকটি ঘটনায় স্পষ্ট হয়ে গেছে, ভ্রুণও সংক্রমিত হতে পারে।
ড. লুকা বলেন, এভাবে সংক্রমিত হয়ে জন্ম নেয়ার পর শিশুর শরীরে বড়োদের মতোই কোভিড উপসর্গ দেখা দিতে পারে।
ন্যাচার কমিউনিকেশনস জার্নালে এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ হয়েছে। এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না পিটসবুর্গ ইউনিভার্সিটির ম্যাগি উইমেনস রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ড. ইয়েল সাদোভস্কি। কিন্তু তিনি ইউরোপের শীর্ষ শিশু বিশেষজ্ঞ ড. লুকার ধারণার সঙ্গে সম্পূর্ণ একমত।