লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালে কর্মরত ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করছেন ঢাকা মহানগর উওর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,রামগতি-কমলনগরের কৃতি সন্তান তাসভীরুল হক অনু।
রোববার(২ আগষ্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও, ডঃ আমিনুল হক মঞ্জুর কাছে এ সকল সুরক্ষা সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ ওমর ফারুক সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,মাইন উদ্দিন মাইন,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ রাকিব হোসেন সোহেল,সাবেক যুগ্ম-আহবায়ক, আসাদ বিন হাবিব,তানজুর রহমান রুবেল,হারুনুর রশিদ চৌধুরী,পাটারীর হাট ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক,মোঃ রাকিব হোসেন লোটাস,লরেন্স ইউনিয়ন ছাত্রলীগের সাধারন-সম্পাদক, বাহার হোসেন,উপকুল কলেজ ছাত্রলীগের সভাপতি রনি চৌধুরী ও কমলনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদ-প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমূখ।
সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল এন ৯৫ মাস্ক, হ্যান্ড গ্লাভস, এপ্রোণ, পিপিই স্যুট, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণূ প্রতিরোধী চশমা।
উল্লেখ্য, বৈশি^ক মহামারী করোনা সংকটে লকডাউনকালীন সময়ে রামগতি কমলনগর উপজেলার কয়েক হাজার কর্মহীন মানুষের মাঝে আর্থিক, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করে তাদের পাশে দাঁড়ান ছাত্রলীগ থেকে বর্তমান যুবলীগ নেতা তাসবিরুল হক অনু।